• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইদ জামাত নিয়ে চিন্তা নেই সিটি করপোরেশনের 

  নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২০, ১২:১৯
জাতীয় ইদগাহ
জাতীয় ইদগাহ (ফাইল ফটো)

প্রতি বছর রাজধানীর দুই সিটি করপোরেশনের প্রতিটিতে গড়ে পাঁচটি করে ইদ জামাত আয়োজিত হয়। সংস্কার করা হয় বিভিন্ন এলাকার ঈদগাহ ময়দয়ানগুলো। জাতীয় ইদগাহে ইদ জামাত আয়োজন কেন্দ্র করে চলে মহাযজ্ঞ।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার ইদ্গাহে হচ্ছে না ইদের নামাজের জমাত। এ কারণে এবারই সিটি করপোরেশনের কোনো উদ্যোগ থাকছে না ইদ জামাত কেন্দ্র করে।

ডিএসসিসি প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, সরকার ও মেয়র মহোদয়ের নেতৃত্বে এবারের ইদে আমাদের পক্ষ থেকে ইদ জামাত আয়োজনের কোনো উদ্যোগ থাকছে না।

ডিএনসিসি প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, এ বিষয়ে মেয়র মহোদয়ের নেতৃত্বে আমাদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় ডিএনসিসি আওতাধীন এলাকায় কোনো ধরনের ইদ জামাত অনুষ্ঠিত না হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড