• রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

বেতনের দাবিতে শ্রমিকদের রাস্তায় বিক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২০, ১৩:৩৮
বিক্ষোভ
গার্মেন্টেসের সামনের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা (ছবি : সংগৃহীত)

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কমলাপুরে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারাখানার (গার্মেন্টস) শ্রমিকরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে তারা গার্মেন্টেসের সামনের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে ৬ থেকে ৭০০ শ্রমিক দক্ষিণ কমলাপুর বিভিন্ন গার্মেস্টেসের সামনে জড়ো হতে থাকে। পরে তারা কারখানা বন্ধ থাকায় রাস্তায় বিক্ষোভ করে নানা শ্লোগান দিতে থাকে।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আরাফাত গণমাধ্যমকে বলেন, সরকার সব শ্রমিককে বেতন দিতে বললেও কেন এই গার্মেন্টেসের বেতন হয়নি তা নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলাপ করছি। শ্রমিকদের মার্চ মাসের বেতন দেওয়ার সব ধরনের ব্যবস্থা করবো।

আরও পড়ুন : কানাডা ও অস্ট্রেলিয়ার নাগরিকরা ঢাকা ছাড়ছেন আজ

বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে সুইং অপরাটের রাশেদা বলেন, করোনার জন্য মার্চের শেষ দিকে কারখানা বন্ধ করে দেওয়া হয়। ওই সময় মালিকপক্ষ বলেছেন এপ্রিলের প্রথম সপ্তাহে শ্রমিকদের বেতন দেবে। কিন্তু কয়েকদিন ধরে শ্রমিকরা বেতন নিতে আসলেও তারা বেতন দিচ্ছেন না। এ কারণে আমরা রাস্তায় নেমেছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড