• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীর ৪৬ এলাকায় ১২২ জন করোনা রোগী শনাক্ত 

  নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২০, ১৯:৫৬
করোনা
ছবি : সংগৃহীত

দেশে করোনায় মৃতের সংখ্যা ২০ এবং আক্রান্ত হয়েছেন ২১৮ জন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এক মাসে শুধু ঢাকায় করোনা আক্রান্ত হয়েছে ১২২ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় আক্রান্ত হয়েছে ৩৯ জন।

ঢাকা মহানগরীতে করোনা আক্রান্ত রোগীর হিসাব :

ঢাকার আদাবর এলাকায় একজন, মোহাম্মদপুরে ৬ জন, বসিলায় একজন, ধানমন্ডি ৯ জন, জিগাতলায় ৩ জন, সেন্ট্রাল রোডে একজন, গ্রীন রোডে দুইজন, শাহবাগে একজন, বুয়েট এলাকায় একজন, পুরান ঢাকার উর্দু রোডে একজন, হাজারিবাগে একজন, চকবাজারে দুইজন, লালবাগে ৫ জন, বাবু বাজারে দুইজন, ইসলামপুরে ২ জন, লক্ষ্মীবাজারে একজন, নারিন্দায় একজন, সওয়ারি ঘাট এলাকায় তিনজন, ওয়ারিতে ৯ জন, কোতোয়ালি এলাকায় একজন, বংশালে ১ জন, যাত্রাবাড়ীতে ৫ জন, পুরানা পল্টন এলাকায় দুইজন, ইস্কাটনে একজন,বেইলি রোডে একজন মগবাজারে একজন, বাসাবো এলাকায় ৯ জন, রামপুরায় একজন, শাহজাহানপুরে একজন, বাড্ডায় একজন, বসুন্ধরা আবাসিক এলাকায় তিনজন, নিকুঞ্জতে একজন, আশকোনায় ১ জন, উত্তরায় ৫ জন, গুলশানে ৬ জন, মহাখালীতে একজন তেজগাঁও এলাকায় ২ জন, কাজীপাড়ায় একজন, মিরপুর-১০ দুইজন, মিরপুর-১১ দুইজন, মিরপুর -১৩ একজন, মিরপুর-১ আটজন, শাহ আলী বাগ ২ জন, পীরেরবাগ একজন, টোলারবাগ ৪ জন, উত্তর টোলারবাগ ৬ জনসহ মোট ১২২ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৪ জন এবং মারা গেছে তিনজন। নতুন আক্রান্তদের মধ্যে শুধু ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ৩৯ জন, ঢাকার বাইরে ১৫ জন। এখন পর্যন্ত ঢাকার মোট ২০০টি বাড়ি এবং ৫২টি এলাকা লকডাউন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড