• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অহেতুক ঘোরাঘুরি, জরিমানা গুনলেন ২৫ জন  

  নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২০, ২১:২৯
রাজধানীতে র‌্যাবের অভিযান
রাজধানীতে র‌্যাবের অভিযান (ফাইল ছবি)

অঘোষিত লকডাউন চলাকালে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরির করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ এপ্রিল) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর মিরপুর, রূপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় তিনটি ব্যাটালিয়ন দিনব্যাপী এ অভিযান চালিয়েছে।

অভিযানে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান, র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু ৫০ জনকে ৪৭ হাজার টাকা জরিমানা করেন।

যাদের জরিমানা করা হয়েছে তারা সবাই সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে রাস্তায় ঘোরাঘুরি করছিলেন বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সুজয় সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড