• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএসএমএমইউতে পুরোদমে চলছে করোনা পরীক্ষা

  নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল ২০২০, ১০:৩৭
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (ফাইল ফটো)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা পরীক্ষা শুরু হয় গত বুধবার। বিনামূল্যে হাসপাতালটির বহির্বিভাগে এ পরীক্ষা করা হচ্ছে। শাহবাগের পুরানো বেতার ভবনে এ পরীক্ষার ল্যাব রয়েছে। এ ভবনটিকে আগেই সরকার বিএসএমএমইউকে দিয়েছে।

বহির্বিভাগে সন্দেহভাজন এক রোগী বলেন, তিনি সর্দি কাশি নিয়ে পরীক্ষা করাতে এসেছেন। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা নমুনা নিয়েছে। হাসপাতাল সূ্ত্র জানায়, ইতিমধ্যে ২০জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৪জনের রিপোর্ট দেয়া হয়েছে। এতে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।

এ বিষয়ে ল্যাবের প্রধান এবং বিএসএমএমইউ'র ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, ৪ ঘণ্টা পর তারা করোনা পরীক্ষার রিপোর্ট দিচ্ছেন। সন্দেহভাজন রোগীরা এসে ল্যাবে নমুনা দিচ্ছেন।

আরও পড়ুন : ঢাকার বাইরেও করা যাবে করোনা পরীক্ষা : আইইডিসিআর

বিসএমএমইউ'র প্রো- ভিসি ( প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম এ বিষয়ে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে রোগীর নমুনা সংগ্রহ করছি। রোগী এসে নমুনা দিতে পারছেন। আবার আমাদেরকে বললে অ্যাম্বুলেন্স নিয়ে তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করছি। তবে নমুনার ফলাফল আইইডিসিআর থেকে সমন্বয় করে দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড