• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় আছি এবং থাকব’

  নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল ২০২০, ২০:৪১
সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন (ছবি : সংগৃহীত)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে ঢাকার দেড় কোটি মানুষকে রক্ষা করতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় আছি এবং থাকব।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পুরনো ঢাকার বংশাল এলাকায় রিকশাচালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, আমরা এরই মধ্যে ৭০টি ওয়ার্ডের তালিকা সংগ্রহ করেছি। আজ আমাদের ২০টি ওয়ার্ডে খাদ্যসামগ্রী পৌঁছে যাবে। সেই ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলর আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে ও সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে সেগুলো বিতরণ করা হচ্ছে। তারা বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

ডিএসসিসি মেয়র বলেন, আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন, দেশে পর্যাপ্ত পরিমাণের খাদ্যসামগ্রী রয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু একটি বিষয় আপনাদের বারবার বলছি আপনারা ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন। আপনাদের সতর্কতা আপনার এবং আপনার প্রিয়জনকে রক্ষা করতে পারে। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে। তার সৈনিক হিসেবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা রাজপথে আছি এবং থাকব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড