• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীর মার্কেট বন্ধের সময় বাড়ল 

  নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল ২০২০, ২২:৫৭
করোনা
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগরের সব মার্কেট ও শপিং মল বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। ৪ এপ্রিল পর্যন্ত দোকান বন্ধের সিদ্ধান্ত থাকলেও সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৯ এপ্রিল করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত তা বাড়ানো হয়েছে।

এ অবস্থায় মহানগরের সব মার্কেট ও শপিং মল বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি তৌফিক এহসান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে সরকার নতুন কোনও নির্দেশনা না দিলে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড