• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় সংক্রমিত সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর মৃত্যু  

  নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল ২০২০, ০৮:০০
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড (ছবি : সংগৃহীত)

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় সংক্রমিত সন্দেহে ভর্তি এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স পঞ্চাশের ঘরে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তম বড়ুয়া বলেন, ওই রোগী প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কুর্মিটোলা ওই রোগীকে সোহরাওয়ার্দীতে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন : নতুন ২ জনের দেহে করোনা শনাক্ত: আইইডিসিআর

এক প্রশ্নের জবাবে উত্তম বড়ুয়া বলেন, ওই রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়নি। তবে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, মৃত্যুর পর তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড