• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিদিন জীবাণুনাশক পানি ছিটাচ্ছে ডিএসসিসির ৮ গাড়ি

  অধিকার ডেস্ক

২৯ মার্চ ২০২০, ১৫:৪২
প্রতিদিন জীবাণুনাশক পানি ছিটাচ্ছে ডিএসসিসির ৮ গাড়ি
প্রতিদিন জীবাণুনাশক পানি ছিটাচ্ছে ডিএসসিসির ৮ গাড়ি (ছবি : সংগৃহীত)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ৮টি ওয়াটার ব্রাউজার গাড়ির মাধ্যমে বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে জীবাণুনাশক ছিটাচ্ছে।

রোববার (২৯ মার্চ) ঢাকা দক্ষিণের আওতাধীন প্রধান প্রধান সড়ক অলি গলি সর্বত্র জীবাণুনাশক পানি ছিটিয়ে ধুয়ে দেয়া হচ্ছে।

প্রতিদিন ৮টি গাড়ি ব্যবহার করে সাড়ে তিন লাখ লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে।

ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, গত ১৪ মার্চ থেকে নিয়মিত এসব গাড়ির মাধ্যমে পানি ও জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এসব গাড়ির মাধ্যমে প্রতিদিন ধানমন্ডি রাপা প্লাজা হতে আজিমপুর গার্লস স্কুল ও সিটি কলেজ হতে বিজিবি গেট হয়ে ধানমন্ডি ২৭ নম্বর রাস্তা, আব্দুল গণি রোড হোটেল বঙ্গ বাজার, বঙ্গভবন থেকে গুলিস্তান হয়ে সচিবালয় এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদ হয়ে কদম ফোয়ারা, কাকরাইল গির্জা থেকে মগবাজার ফ্লাইওভার এলাকায় পানি ও জীবাণুনাশক ছিটানো হচ্ছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডেও জীবাণুনাশক ছিটানো হচ্ছে। জনবহুল এলাকায় স্প্রে করছে মশক নিধনকর্মীরা। জীবাণুনাশক ছিটানোর কাজে নিয়োজিত ব্যক্তিদের মনিটরিংও করা হচ্ছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড