• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাঁকা রাজধানীতে অভুক্ত অসহায় কুকুর-বিড়াল

  অধিকার ডেস্ক

২৯ মার্চ ২০২০, ০৮:৩৩
অসহায় কুকুর-বিড়াল
অসহায় কুকুর-বিড়াল (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসের প্রভাবে ব্যস্ত রাজধানী মানবশূন্য হয়ে উঠেছে। যেখানে সকাল-সন্ধ্যায় পুরোদমে চলত হোটেল, সেখানে আজ একটিও খাবারের হোটেল খোলা নেই। এতে করে নগরীর অসহায় কুকুর-বিড়াল খাবার পাচ্ছে না।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় অসহায় কুকুর-বিড়ালগুলো।

সরেজমিন রাজধানীর ইসলামপুর, বাবুবাজার, নাজিরা বাজার, ওয়ারী, যাত্রাবাড়ী, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় কুকুর-বিড়ালগুলো আগের মতো খাবার না পেয়ে এদিক-সেদিক ছোটাছুটি করছে। তাদের হয়তো জানা নেই করোনার জন্য ফাঁকা রাজধানীতে একটিও খাবারের দোকান খোলা নেই।

ধানমন্ডি কুকুর প্রেমিক জানান, এই করোনার জন্য ফাঁকা রাস্তায় সবকিছু বন্ধ থাকায় কুকুরগুলো ঠিকমতো খাবার পাচ্ছে না। এ দৃশ্য আমাকে পীড়া দেয়। আমার একার পক্ষে সম্ভব না শহরের সবগুলো কুকুরের দায়িত্ব নেয়া।

তিনি আরও বলেন, আমাদের সবার উচিত এই প্রাণীগুলোর জন্য কিছু করা।

ওড

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড