• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

'করোনা বলে কিছু নেই' লিফলেট বিতরণের সময় আটক ৬

  অধিকার ডেস্ক

২৮ মার্চ ২০২০, ২৩:৩৪
'করোনা বলে কিছু নেই' লিফলেট বিতরণের সময় আটক
'করোনা বলে কিছু নেই' লিফলেট বিতরণের সময় আটক (ছবি : প্রতীকী)

"করোনা বলে কিছু নেই, করোনা কোনও ছোঁয়াচে রোগ নয়, এতে কিছু হবে না; যা হবে কাফেরদের"-এমন লেখা সম্বলিত লিফলেট বিতরণের সময় রাজধানীতে ৬ জনকে আটক করেছে পুলিশ।

রাজধানীর ৩২টি এলাকায় এই লিফলেট বিতরণের জন্য ৩২টি আলাদা আলাদা গাড়ির ব্যবস্থাও করেছিলেন আটক ব্যক্তিরা

শনিবার ( মার্চ) বিকালে রাজধানীর রমনা ও শাহবাগ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

ওসি আবুল হাসান বলেন, “করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্যযুক্ত লিফলেট বিলি করার সময় এক বৃদ্ধকে আটক করা হয়। তার কাছ থেকে এমন কয়েকশ’ লিফলেট উদ্ধার করা হয়েছে। এতে একটি যোগাযোগের ঠিকানা দেয়া হয়েছে। আমরা সেখানে গিয়ে তদন্ত করে দেখছি।”

মিথ্যা প্রচারণা চালানোর জন্য একটি ছোট পিক-আপ ভ্যানও আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন : কোয়ারেন্টিন প্রত্যাহারের পর চীনের সেই হুবেইয়ে সংঘর্ষ

এদিকে রমনা থানা পুলিশও একই লিফলেট প্রচারের সময় পাঁচ জনকে আটক করেছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড