• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা দক্ষিণ সিটির সব মার্কেট বন্ধ

  নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২০, ২০:১৭
ডিএসসিসি
ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন লোগো (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন ৬৫টি মার্কেট ২৪ মার্চ রাত ৮টা থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন মার্কেট ফেডারেশন। তবে ১৩টি কাঁচাবাজার খোলা থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে সংগঠনটির এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

ডিএসসিসির মার্কেট ফেডারেশন সূত্র জানায়, ফেডারেশনের আওতাধীন সিটি করপোরেশনের মোট ৭৮টি মার্কেট আছে। এর মধ্যে কাঁচাবাজার ১৩টি। গত কিছুদিন ধরে তাদের সবার মধ্যে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক কাজ করছে। তাই দোকান মালিক, শ্রমিক এবং ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে নিউ মার্কেটসহ ৬৫টি মার্কেট বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : করোনা প্র‌তিরোধে রাস্তায় সেই ডেইজী

তবে বন্ধের সময় মার্কেটের নিরাপত্তাকর্মীরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড