• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার দুই মাসের ভাড়া মওকুফ করলেন ঢাকার এক বাড়িওয়ালা

  নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২০, ১১:৪৫
মুহিব রহমান এবং তার দেওয়া নোটিশ
বাড়িওয়ালা মুহিব রহমান এবং তার দেওয়া নোটিশ (ছবি : সংগৃহীত)

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের প্রকোপের কারণে রাজধানীর শেখ শিউলি হাবিব নামের এক ভবন মালিক নিজের ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে এ ক্রান্তিকালে দেখিয়েছেন উদারতা। এ উদ্যোগের প্রশংসার মধ্যেই রাজধানীতে এবার খোঁজ পাওয়া গেল তার মতো আরও এক উদার বাড়িওয়ালার। তিনি এক নয় দুই মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন ভাড়াটিয়াদের। আর ওই টাকা দিয়ে যেন অন্যকে সাহায্য করা হয় সেজন্য জানিয়েছেন অনুরোধ।

শনিবার (২১ মার্চ) মুহিব রহমান নামের ওই বাড়িওয়ালা তার ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে ভাড়া মওকুফ করার বিষয়টি জানান।

একটি বিজ্ঞপ্তির ছবি সংযুক্ত করে দিয়ে ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ‘আমাদের হাজারিবাগ বেড়িবাধ এলাকার বাসায়, যেখানে নিম্নবিত্তরা ভাড়া থাকেন তাদের জন্য আজকে কিছু করার চেষ্টা করলাম। আইডিয়াটা ইন্টারনেট থেকে পাওয়া। আমরা সবাই কি এ ধরনের শো অফ করতে পারি না?’

‘আমি এই বাড়ি ভাড়ার ওপর নির্ভরশীল না বলেই এটা করতে পেরেছি। সবার কাছেই এটা আশা করা বোকামি। অনেকের সংসার চলেই বাড়ি ভাড়ার টাকায়।’

চলতি মাসের ২১ তারিখে দেওয়া ওই নোটিশে লেখা ছিল, ‘প্রিয় ভাড়াটিয়াগণ, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনাদের আগামী দুইমাসের ভাড়া মওকুফ করা হলো। বিশেষ অনুরোধ- ১. ভাড়ার টাকা দিয়ে পারলে কারও সাহায্য করুন। ২. ইলেকট্রিক বিল সময়মতো নিজ দায়িত্বে পরিশোধ করুন। ৩. কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। ৪. অপ্রয়োজনে বাসার বাইরে যাবেন না।’

আরও পড়ুন : করোনা প্রতিরোধে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

ভাড়া মওকুফ এবং পরামর্শসহ নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর থেকেই প্রশংসায় ভাসছেন মুহিব রহমান।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড