• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় বাড়িভাড়া মওকুফ করলেন ভবন মালিক

  নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ ২০২০, ২১:৩১
বাড়িভাড়া মওকুফ
ঢাকায় বাড়িভাড়া মওকুফ (ছবি : সংগৃহীত)

মরণঘাতী করোনা ভাইরাসের বিপর্যয়ের মধ্যে রাজধানী ঢাকার নিজের ভাড়াটিয়াদের পাশে এগিয়ে এসেছেন এক ভবন মালিক। সবকিছু স্থগিত হওয়ার কথা বিবেচনা করে তিনি ভাড়াটিয়াদের চলতি মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।

শনিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে তার নিজের ফেসবুক পোস্টে এমন ঘোষণা দিয়েছেন রাজধানীর জুরাইনের ভবন মালিক শেখ শিউলি হাবিব।

ফেসবুক পোস্টে তিনি লেখেন- করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করার কারণে বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তাই আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার বাসার সকল ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম। আমি আশা করি বাংলাদেশের সকল বাড়িওয়ালাদের এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত।

আরও পড়ুন : করোনা ধরা পড়ায় মিরপুরে একটি ভবন লকডাউন

এছাড়াও তিনি করোনা মোকাবিলায় বাংলাদেশের সকল নাগরিককে ঘরে বসে থেকে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে আল্লাহর সাহায্যও প্রার্থনা করেন তিনি।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড