• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেইলী রোডে উপসচিবের পচাগলা লাশ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ ২০২০, ১২:৩৫
আব্দুল কাদের
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাদের (ছবি : সংগৃহীত)

রাজধানীর বেইলী রোড থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাদেরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেইলী রোডের অফিসার্স কোয়ার্টারে একাই থাকতেন।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বেইলী স্কয়ারের ১/৫ নম্বর বাড়ির তিন তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করে। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। ওই সরকারি কোয়ার্টারে একাই থাকতেন। এছাড়া তিনি অবিবাহিত। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করেছেন।

আরও পড়ুন : মোদির বাংলাদেশে আসা কতটা শোভন, প্রশ্ন ফখরুলের

প্রাথমিকভাবে জানা গেছে, অসুস্থতাজনিত কারণে গত সাত থেকে আট দিন তিনি অফিসে যাননি। ধারণা করা হচ্ছে পাঁচ থেকে ছয় দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ওডি/এমআই/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড