• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে র‌্যাবের অভিযান, কোটি কোটি টাকার প্রসাধনী জব্দ

  নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ ২০২০, ০৪:৪৭
র‌্যাব
ভেজাল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পেয়ে এই অভিযান চালায় র‌্যাব (ছবি : প্রতীকী)

ভেজাল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পেয়ে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

অভিযানে ওই এলাকার ৮টি কারখানা থেকে কয়েক কোটি টাকার ভেজাল প্রসাধনী জব্দ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে নামে র‌্যাব।

ভেজাল প্রসাধনী তৈরির এসব কারখানায় অভিযানকালে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

র‍্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে চকবাজারের দেবিদাস লেনের ৮টি ভেজাল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালানো হয়। ওই কারখানাগুলোতে খ্যাতনামা বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী নকল করা হতো।

আরও পড়ুন : শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ মালয়েশিয়া ফেরত যাত্রী আটক

বুধবারের অভিযানে কারখানাগুলো থেকে কয়েক কোটি টাকার ভেজাল পণ্য জব্দ করা হয়েছে।

তবে এখন পর্যন্ত র‌্যাবের পক্ষ থেকে বিষয়টিতে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড