• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৮ মাস পর বাড়ি ফিরলেন র‌্যাবের চাকরিচ্যুত হাসিনুর

  নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪১
হাসিনুর রহমান
চাকরিচ্যুত লে. কর্নেল হাসিনুর রহমান (ছবি : সংগৃহীত)

নিখোঁজ হওয়ার ১৮ মাস পর বাড়ি ফিরেছেন চাকরিচ্যুত লে. কর্নেল হাসিনুর রহমান। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি তার মিরপুরের বাসায় ফেরেন। হাসিনুর র‌্যাবের একটি ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যের সত্যতা স্বীকার করে হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একটা সময়ে তার বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখেন সামনে হাসিনুর। এত দিন তিনি কোথায় ছিলেন সে সম্পর্কে কিছু বলেননি। পরিবারও জানতে চায়নি। তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে এমন কোনো কিছুই পরিবার জিজ্ঞাসা করতে চাইছে না।

হাসিনুর শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন বলেও জানান শামীমা আক্তার।

আরও পড়ুন : শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল আটক

এর আগে, ২০১৮ সালের ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সাদা পোশাকে একদল লোক হাসিনুরকে তুলে নিয়ে যায়। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল। জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছিল। তবে পরিবারের দাবি ছিল, হাসিনুর একজন দেশপ্রেমিক সৈনিক ছিলেন। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড