• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেলফি তুলতে গিয়ে এক বন্ধুর মৃত্যু, অপর জন আইসিইউতে

  নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৩
ইমরান হোসেন
ইমরান হোসেন ও আল-রাফি (ছবি : সংগৃহীত)

রাজধানীর কুড়িল বিশ্বরোড রেললাইন এলাকায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ইমরান হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আল-রাফি (১৬) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার শাহ আলমের ছেলে। ইমরান ও রাফি দুজনই ভুলতা এলাকার মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন।

তিনি বলেন, পাঁচ বন্ধু এক সঙ্গে নারায়ণগঞ্জ থেকে কুড়িলে ঘুরতে যায়। সেখানে বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ইমরান ও রাফি সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় দুইজন আহত হয়। পরে অপর তিন বন্ধু তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইমরানের মৃত্যু হয়। পরবর্তীতে রাফিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সেখান থেকে রাফির আত্মীয়-স্বজন তাকে অন্য হাসপাতালে নিয়ে যান।

রাফির বাবা কামাল হোসেন জানান, রাফি বর্তমানে গ্রীন রোডের নিউ লাইফ হাসপাতালের আইসিইউতে আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড