• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে চলছে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা 

  নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৮
এইডস
এইডস- এ জনসচেতনতা (ছবি : সংগৃহীত)

রাজধানীর ৫টি স্থানে বিনামূল্যে এইচআইভি নির্ণয় পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে তা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল প্রোগ্রাম। অজ্ঞাতসংখ্যক এইচআইভি কেস শনাক্তকরণ ও জাতিসংঘের ৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা অর্জনে এ কর্মসূচি নিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, মঙ্গল ও বুধবার (১১-১২ ফেব্রুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, বাবুবাজারের মেডিপ্যাথ ডি ল্যাব, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনালে বিনা মূল্যে এ পরীক্ষা করা হবে।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন : তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

মঙ্গলবার সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে স্থাপিত এইচআইভি টেস্টিং সেন্টারটি উদ্বোধন করেন (এমবিডিসি) ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম।

স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত কার্যক্রমে সহযোগী হিসেবে কাজ করছে- বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি (বন্ধু), সেভ দ্য চিলড্রেন, আইসিডিডিআর বি, কেয়ার বাংলাদেশ এবং পিএলএইচআইভি নেটওয়ার্ক অব বাংলাদেশ।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড