• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ৩

  অধিকার ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৪
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ফটো)

রাজধানীর ইসলামপুরে শীতাতপ নিয়ন্ত্রক (এসি) মেশিন মেরামতকালে বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ইসলামপুরের লায়ন টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধকৃতরা হলেন- আলামিন (২০), আশিক (২১) ও আরিফ (২০)।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা জাহিদ জানান, ইসলামপুর লায়ন টাওয়ারের ১২তলার ছাদে পুরাতন এসির মেরামতের কাজ করছে শ্রমিকরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন। দগ্ধরা সবাই কেরানীগঞ্জ এলাকায় থাকেন বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. হারুন জানান, দগ্ধ ৩ জনের মধ্যে আশিক ও আলামিনের অবস্থা আশঙ্কাজনক। আর আরিফের অবস্থা ভালো।

আরও পড়ুন : যৌতুক না দেওয়ায় গৃহবধূকে নির্যাতন, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, দগ্ধদের রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড