• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

  নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৬
সুমন
আহত সাংবাদিক সুমন (ছবি : দৈনিক অধিকার)

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় ইসমাইল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রায়েরবাজার এলাকার বুদ্ধিজীবী সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসমাইলকে থানায় আনা হয়েছে। তাকে সাংবাদিক সুমনের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রিমান্ড আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে তাকে আদালতে পাঠানো হবে।

আলতাফ হোসেন বলেন, ‘ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলাকারীদের শনাক্তে কাজ করা হচ্ছে। এজন্য একটু সময় লাগছে। তবে সব আসামি ধরা পড়বে বলে আশা করছি।’

প্রসঙ্গত, গত শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি নির্বাচন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সাংবাদিক সুমনকে। তিনি অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজের ক্রাইম রিপোর্টার।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড