• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিঁড়িতে ওড়না আটকে স্কুলছাত্রীর মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি ২০২০, ১৬:৫৫
স্কুলছাত্রী
ওই স্কুলছাত্রী সপ্তম শ্রেণিতে পড়ত (প্রতীকী ছবি)

রাজধানীতে বাসায় সিঁড়ির সঙ্গে ওড়না আটকে গলায় ফাঁস লেগে স্কুলছাত্রী মোহনা আক্তারের (১১) মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম ইসলামবাগে দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুলছাত্রীর ভাই সিয়াম হোসেন জানান, মোহনা সকালে দুই তলা বাসার ছাদে কাপড় শুকাতে দেয়। সাড়ে ১২টার দিকে কাপড় আনতে ছাদে যায়। কাঠের সিঁড়ি দিয়ে নেমে আসার সময় তার পা পিছলে যায় এবং তার ওড়না কাঠের সঙ্গে আটকে যায়। বাড়ির লোকেরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর দুইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মোহনার বাবা নুর হোসেন, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায়। তারা চকবাজার পশ্চিম ইসলামবাগে থাকেন। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল ছোট। সে কেএম বসির সরকারি উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণিতে পড়ত।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ওই স্কুলছাত্রীর লাশ মর্গে রাখা হয়েছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড