• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসএসসি পরীক্ষা দেওয়া হলো না আবীরের

  নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২০, ২১:১৭
আবীর হোসেন
আবীর হোসেন ও তার বাবা মোহাম্মদ হানিফ মিয়া (ছবি : সংগৃহীত)

আগামী ৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল আবীর হোসেনের। রাজধানীর ওয়ারী উচ্চবিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দিতে সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাসা থেকে বন্ধুদের সঙ্গে বের হন আবীর। পথেই সব স্বপ্ন শেষ হয়ে যায় আবীরের। ওয়ারীর বলধা গার্ডেনের কাছে বেপরোয়া ওয়াসার গাড়ি কেড়ে নেয় আবীরের প্রাণ।

এ ঘটনার পরপরই সহপাঠী হত্যার বিচার দাবিতে যাত্রাবাড়ী-গুলিস্তান সড়ক অবরোধ করে ওয়ারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ঘণ্টাখানেক পরে পুলিশ সরিয়ে দেয়।

নবাবপুরে ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসা করেন আবীরের বাবা মোহাম্মদ হানিফ মিয়া। রাজধানীর কাপ্তান বাজার এলাকায় তাদের বাসা। হানিফের চার সন্তানের মধ্যে সবার ছোট আবীর। পারিবারিক সূত্রে জানা যায়, ৮ বছর আগে গুলিস্তান পার্কের ভেতরের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় আবীরের বড় ভাই। ১১ মাস আগে গত হন হানিফের স্ত্রী।

দুর্ঘটনাস্থলে উপস্থিত আবীরের বাবা বলেন, আমার আর কিছুই থাকল না। এখন আমি কী নিয়ে বাঁচব। আমার তো সব শেষ হয়ে গেল। সকালে ছেলেকে বাসায় রেখে আমি দোকানে গেলাম। কিছুক্ষণ পরেই ফোন আসলো—ছেলে আমার গাড়ির নিচে পড়ছে। এত অনিরাপদ কেন রাস্তাঘাট। আমি ছেলে হত্যার বিচার চাই।

ওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। আজ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্য শিক্ষার্থীর মতো আবীর হোসেনও অনুষ্ঠানে আসছিল। হঠাৎ শুনতে পাই স্কুলের অদূরে রাস্তায় একজন ছাত্রকে চাপা দিয়েছে ওয়াসার গাড়ি। কেউ কেউ এসে বলছিল, আমাদের স্কুলের শিক্ষার্থী। পরে গিয়ে দেখি সে আমার শিক্ষার্থী। আবীর এবার ব্যবসায় বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

তিনি আরও বলেন, এমন মৃত্যু যেন কারও না হয়। আমরা সবার কাছে আবেদন জানাব, স্কুলের সামনের সড়ক যেন সবসময় নিরাপদ থাকে। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।

আবীরের সহপাঠী ইসমাইল বলেন, আজকে স্কুলে সবাই আসছিল। আবীর বাসা থেকে বের হয়ে জয়কালী মন্দিরের পেছনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল। ওয়াসার গাড়িটি পাম্প থেকে পানি নিয়ে পেছন দিকে টার্ন করছিল। এ সময় আবীর চাপা পড়ে। পেছনের চাকায় মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই আবীরের মৃত্যু হয়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, শিক্ষার্থীকে চাপা দেওয়ার পর গাড়ি নিয়ে চালক পালানোর চেষ্টা করেন। পরে তাকে গুলিস্তান এলাকা থেকে আটক করা হয়। পরিবারের পক্ষ থেকে মামলা দিলেই চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নুরুল আমিন বলেন, ওয়াসার গাড়ি চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। পরে আমরা তাদের সরিয়ে দিয়েছি। এ ঘটনায় মামলা হবে। আদালতে বিচার হবে। রাস্তা অবরোধ করে মানুষকে ভোগান্তি দেওয়া কারও উচিত নয়।

ওডি/ আরএডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড