• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুক্রবার খোকসা কল্যাণ সমিতির মিলনমেলা

  নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২০, ১৩:১৯
রিসোর্ট
সিংগাইরের শাহ মেরিন রিসোর্ট ও খোকসা কল্যাণ সমিতির লোগো (ছবি : সম্পাদিত)

শুক্রবার (২৪ জানুয়ারি) মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যাণ সমিতির বাৎসরিক বনভোজন। এবারের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীদের সংবর্ধনা দেওয়া হবে। ইতোমধ্যেই বাৎসরিক এই মিলনমেলার সকল প্রস্তুতিই সম্পন্ন।

সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সমিতির সদস্যসহ ঢাকায় বসবাসরত কুষ্টিয়ার খোকসা উপজেলার স্থায়ী বাসিন্দারা এ বনভোজনে অংশগ্রহণ করছে।’

বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক মো. রবিউল আলম বাবুল বলেন, ‘আবহাওয়ার কথা বিবেচনা করে এবারে আমাদের বনভোজনের ভেন্যু করা হয়েছে। সিংগাইরের শাহ্ মেরিন রিসোর্টে। ইতোমধ্যেই বনভোজনের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। তবে এবারের আয়োজনে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। যেটা পিকনিকে গেলেই বোঝা যাবে।’

রবিউল আলম বাবুল আরও বলেন, ‘ক্রীড়া প্রতিযোগিতাসহ আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে অতিথি শিল্পী ছাড়াও সমিতির সদস্যরাও পারফর্ম করবে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ বিশেষ অবদান রাখায় খোকসার মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ক্রীড়া ব্যক্তিত্ব, কবি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।’

বনভোজন আয়োজন কমিটির মহাসচিব আনোয়ার হোসেন বলেন, ‘বনভোজনে যাওয়ার জন্য ইতোমধ্যেই সদস্যরা কূপন সংগ্রহ করেছেন। এবারে কুপন মূল্য নির্ধারণ করা হয়েছিল ৮০০ টাকা। ইতোমধ্যেই কুপন বিক্রি শেষ করা হয়েছে। এখন আর কোনো কুপন দেওয়া হচ্ছে না।’

বনভোজনে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নানা রকম বিনোদনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন বনভোজন আয়োজন কমিটির মহাসচিব মো. আনোয়ার হোসেন।

ঢাকায় খোকসা উপজেলার সবচেয়ে বড় সংগঠন খোকসা উপজেলা কল্যাণ সমিতির বাৎসরিক এই মিলনমেলায় উপজেলার উচ্চ পর্যায়ের ব্যক্তি ছাড়াও সকল স্তরের মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন সমিতির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম।

বার্ষিক এই মিলনমেলাকে ঘিরে আবেগাপ্লুত অনেকেই। এ ব্যাপারে কবি আনিস আদনান কল্লোল বলেন, ‘নগর জীবনে যখন হাঁপিয়ে ওঠে, তখন মনটা ছুটে যেতে চায় প্রকৃতির কাছে। কিন্তু ছকে বাঁধা সময়ের বেড়াজালে প্রকৃতি ছুঁয়ে দেখার সুযোগ একদমই পাওয়া যায় না। তবে নগর বাসিন্দাদের এমন হাঁসফাঁস জীবনকে খানিকটা সময়ের জন্য সবুজ করে দিতে এমন মিলনমেলার কোনো জুড়ি নেই। সাভার হেমায়েতপুর পেরিয়ে সিংগাইরে পা রাখলেই চোখে পড়বে সবুজ, সুন্দর একটি গ্রাম। গ্রামের গহীনে, যে জায়গাটা একেবারে নিরিবিলি-নির্জন, সেখানেই মূলত আমরা এবার যাচ্ছি। একপাশে ধলেশ্বরী অন্যপাশে সবুজ গ্রাম। নগর থেকে ছাড়া পেয়ে এমন কিছুর দেখা পেলে মনটা তো আনন্দে মেতে উঠতেই পারে।’

কবি পান্না বদরুল বলেন, ‘আমাদের মিলনমেলা অনুষ্ঠিত হবে শাহ্ মেরিন রিসোর্টে। আর এই রিসোর্টটি একটি জাহাজের আদলে গড়ে তোলা। যেন মনে হবে- জাহাজটি আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে উত্তাল ঢেউ তোলা সাগরে। রিসোর্টের একপাশে ধলেশ্বরীর জল আছড়ে পড়ে। কান পাতলে শোনা যাবে জলের কলকল শব্দ।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড