• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবিবাহিতদের পরামর্শ দিয়ে নিজেকে গুলি করেন পুলিশের কুদ্দুস

  অধিকার ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ১১:৫৫
নিহত পুলিশ সদস্য শাহ মো. কুদ্দুস
নিহত পুলিশ সদস্য শাহ মো. কুদ্দুস (ছবি : সংগৃহীত)

রাজধানীর মিরপুর পুলিশ লাইনে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে আবদুল কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার আগে তিনি ফেসবুকে এক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করব না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে... তবে, সকল অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর "মা" ভালো কি-না সঠিকভাবে খবর নেবেন। কারণ পাত্রীর "মা" ভালো না হলে, পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসার হবে দোযখের মতো।

তিনি আরও লেখেন, "সুতরাং সকল সম্মানিত অভিভাবকগণের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেবেন। আল্লাহ হাফেজ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, উত্তর বিভাগ (এসটিএফ), মিরপুর-১৪, ঢাকা।"

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিল নায়েক। শাহ মো. কুদ্দুস হবিগঞ্জের মাধবপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : নিজ অস্ত্রে পুলিশ সদস্যের আত্মহত্যা

ওসি আরও বলেন, তার আত্মহত্যার আগে ফেসবুক স্ট্যাস্টাস দেওয়ার কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড