• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফ্রিজে মুরগি না পেয়ে শিশু গৃহকর্মীকে ‘খুন্তির ছ্যাঁকা’

  অধিকার ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, ২৩:৩১
দিলওয়ারা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। (ছবি : সংগৃহীত)

ফ্রিজে মুরগি না পেয়ে ১০ বছরের এক শিশু গৃহকর্মীকে খুন্তির ছ্যাঁকাসহ নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মেডিকেলের নার্স দিলওয়ারার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। ওই নার্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। নির্যাতিত শিশুটি এখন সেখানেই চিকিৎসাধীন।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় দিলওয়ারার স্বামী রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিলওয়ারাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম।

শিশু গৃহকর্মীর খালা জানান, সপ্তাহখানেক আগে দিলওয়ারার বাবা গ্রাম থেকে দুটি মুরগি নিয়ে আসেন। একটি তারা রান্না করে খান এবং অন্যটি বাসার ফ্রিজে রেখে দেন। শুক্রবার মুরগিটি না পেয়ে স্বামীর সহায়তায় দিলওয়ারা মেয়েটিকে বিভিন্নভাবে নির্যাতন চালায়। তার দুই পায়ের উরুতে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয় ও মারধর করে।

আরও পড়ুন : নববধূসহ তিন নারীর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে মামলা

এই ঘটনা জানার পর থানায় অভিযোগ করলে পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড