• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

  নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২০, ১১:৫৭
সড়ক অবরোধ
শ্যামলীতে মিরপুর সড়কটি অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা (ছবি : দৈনিক অধিকার)

বকেয়া বেতন-ভাতার পরিশোধের দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর রোডটির দুইপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্যামলীর ডায়নামিক ফ্যাশনের শ্রমিকরা সকালে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগানও দিতে থাকেন।

সড়ক অবরোধ করায় শ্যামলীর মিরপুর রোডটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষ। বাধ্য হয়ে তারা হেঁটেই গন্তব্যে যাচ্ছে। তবে পুলিশ এখনো পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি।

রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আন্দোলনের কারণে সড়কের দুইপাশেই যান চলাচল বন্ধ রয়েছে। আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনা করছি।’

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড