• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

১০ বছরে পা রাখল মাসেল ফিটনেস জিম

  নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২০, ১৬:৪৩
মাসেল
মাসেল ফিটনেসের বর্ষপূতি অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

বর্ণাঢ্য আয়োজনে মাসেল ফিটনেস জিমের ১০ বছর পূর্তি উদযাপন হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর কল্যাণপুরের মধ্য পাইকপাড়ায় প্রতিষ্ঠানটিতে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষপূর্তি পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের (বিএবিবিএফ) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান, অভিনেতা এবিএম সুমন ও সিএনএন বাংলার পরিচালক আবু সাকের প্রমুখ।

দশ বছর পূর্তির অনুষ্ঠানে জিমের সকল সদস্যদের মেম্বরশিপ কার্ড দেওয়া হয়। জিমের পুরাতন সদস্যরা এ দিন রি-এডমিশন ফি ছাড়া কার্ড নিতে পারেন। জিমের পরিচালক তারেক চৌধুরী ভারতের ‘তারা ন্যাশনাল স্কুল অব বডি বিল্ডিং’ থেকে বডি বিল্ডিংয়ের ওপর সার্টিফিকেট অর্জন করেছেন। প্রথমে ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে এটি আধুনিক জিমে পরিণত হয়েছে।

বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের (বিএবিবিএফ) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘যে কোনো বয়সে বডি বিল্ডিং করা যাবে। যারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন তারাও বডি বিল্ডিংয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন। শুধু দরকার বিশ্বাস এবং দৃঢ়তা। আমাদের যুব সমাজ তাদের বিষণ্ণতা দূর করতে এখন ড্রাগস ব্যবহার করে। কিন্তু বডিবিল্ডিং করলে যুব সমাজকে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে।’

যুব সমাজের জন্য মাসেল ফিটনেস জিম যে ধরনের কার্যক্রম শুরু করেছে তার সাধুবাদ জানান নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘জিমের মালিকের উৎসাহ, উদ্দীপনা আমাদের মুগ্ধ করেছে। বডি বিল্ডিংয়ের সঙ্গে যারা সাহস করে এগিয়ে আসবে তাদের সঙ্গে আমরা কাজ করতে চাই। আমাদের দেশের নারীরা এখন বডিবিল্ডিংয়ের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। এ বছর প্রথমবার তাদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেটা বাংলাদেশি সংস্করণে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. দেওয়ান আব্দুল মান্নান বলেন, ‘পাইকপাড়াকে আমরা এক সময় অজ পাড়াগাঁ বলতাম। কিন্তু এখানে এমন অত্যাধুনিক জিম হবে ভাবতে পারিনি। সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবে আমিও ব্যর্থ। নাগরিকদের করপোরেশন থেকে ব্যায়ামাগার করার কথা ছিল। আমি পারিনি, সরকার পারেনি; ব্যর্থতা আমি শিকার করে নিচ্ছি।’

অভিনেতা এবিএম সুমন বলেন, ‘এখনকার যুব সমাজ নেশার জগতে প্রবেশ করছে। কারণ রাজধানীর পাড়ামহল্লায় খেলার মাঠ নেই। তারা করবে কী? হয় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আছে অথবা নেশার সঙ্গে যুক্ত। বডি বিল্ডিংয়ে এগিয়ে আসলে নেশা থেকে যুব সমাজকে দূরে রাখা সম্ভব।’

‘তারেক চৌধুরীর মতো একজন যুবক রিস্ক নিয়ে পুরো পাইকপাড়া কমিউনিটির জন্য অত্যাধুনিক জিম চালু করেছে। ট্রেইনার হিসেবে নিজে বাইরে থেকে পড়াশোনা করেছে। যেখানে এখন এলাকার যুব সমাজ আসছে, সময় দিচ্ছে। এটা অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য।’

অনুষ্ঠান শেষে তারেক চৌধুরী ঘোষণা দেন তার প্রতিষ্ঠানটি থেকে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের প্রতিযোগিতায় যারা সেরা পাঁচজনের মধ্যে থাকবেন তাদের জন্য আজীবন মেম্বরশিপ দেওয়া হবে। এছাড়া অভিনেতা এবিএম সুমনকে জিমের আজীবন মেম্বরশিপ দেওয়া হয়।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড