• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

যাত্রাবাড়ীতে ১০ টন মাগুর মাছ জব্দ

বিভিন্ন অপরাধে ৫ জনের কারাদণ্ড

  নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০১৯, ১৩:০৫
যাত্রাবাড়ীতে জব্দকৃত মাছ
যাত্রাবাড়ীতে জব্দকৃত মাছ (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তে রাতভর অভিযান চালিয়ে ১০ টন আফ্রিকান মাগুর ও ৪৬০ কেজি পোয়া মাছ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মোবাইল কোর্ট। এ সময় ভিন্ন ভিন্ন অপরাধে ৫ মাছ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে চলা এ অভিযানে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ মোবাইল কোর্টটিতে র‍্যাব-১০ ও ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সহায়তা করেন।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, মাছে রং মেশানোর অপরাধে দুই ব্যবসায়ীর একজনকে ১ বছর ও অপরজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে আরও তিনজনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, যাত্রাবাড়ীর মাছের আড়তে সামুদ্রিক মাছকে সতেজ দেখানোর জন্য কাপড়ে ব্যবহার্য রঙ পানির সাথে মিশিয়ে তাতে মাছ চুবিয়ে রাখা হয়েছে। এ সময় রঙ মেশানো ৪৬০ কেজি পোয়া মাছ জব্দ করা হয়।

অভিযানে বিক্রয় নিষিদ্ধ প্রায় ১০ টন আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড