• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাদে ঝুলছে স্বামীর লাশ, ড্রামের ভেতরে স্ত্রী

  অধিকার ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, ০০:৫২
লাশ
নিহতদের লাশ ঢামেকে প্রেরণের প্রক্রিয়া চলছে (ছবি : প্রতীকী)

রাজধানীর মতিঝিল থানার ফকিরেরপুল এলাকার একটি পাঁচ তলা বাড়ি থেকে এক কেয়ারটেকারসহ অপর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে মতিঝিল কাঁচাবাজার এলাকা থেকে ওই মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

জানা যায়, প্রথমে ওই ভবনটির ছাদে থাকা একটি ঘর থেকে শহিদুল নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ভবনের কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে শহিদুলের ঘরের পাশে থাকা একটি নীল ড্রাম থেকে অপর নারীর মরদেহটি উদ্ধার করা হয়। তবে স্থানীয় কেউ নিহত ওই নারীর নাম-পরিচয় জানাতে পারেনি।

এ দিকে, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিহত ওই নারী কেয়ারটেকার শহিদুলের স্ত্রী।

এ ব্যাপারে মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) জামিল হাসান জানান, ওই ভবনের মালিক যুক্তরাষ্ট্রে থাকেন। আর ভবনের পুরো অংশ জুড়েই প্রেসের কারখানা রয়েছে। নিহত শহিদুল ওই কারখানাগুলো থেকে ভাড়া তুলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাড়ির মালিককে পাঠাতেন।

ডিসি জামিল হাসান আরও জানান, বুধবার রাতে ভবনের ট্যাংকিতে পানি ছিল না। ফলে কী কারণে পানি নেই সেটি জানতে কর্মচারীরা ছাদে যান। এক পর্যায়ে ছাদের গেট খুলে তারা শহিদুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেয়।

এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শহিদুলের লাশটি উদ্ধার করে। পরবর্তীকালে তল্লাশি চালালে শহিদুলের রুমের পাশে থাকা একটি ড্রামে চোখ পড়ে পুলিশের। ওই ড্রামটির ওপর সিমেন্টের প্রলেপ দেওয়া ছিল। তবে গ্যাসের কারণে ওই প্রলেপ ফেটে এক নারীর কাপড় দেখা যাচ্ছিল। পরবর্তীকালে ড্রামটি খুলে ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টিতে পুলিশি তদন্ত চলছে জানিয়ে ডিসি বলেন, ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ দুইটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড