• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

  নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০১৯, ০৯:১৮
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট (ছবি : সংগৃহীত)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট (ছবি : সংগৃহীত)

ওয়াসার পাইপলাইনে কাজ করার সময় গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন লেগে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে রাজধানীর আগারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সবাই ওয়াসার শ্রমিক বলে জানা গেছে।

দগ্ধরা হলেন- জুনায়েদ (২৪), রুবেল (২৮), কবির আহমেদ (২৫) ও নিলু মোল্লা (৩৮)। দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে জুনায়েদের হাত, পা ও মুখ ঝলসে গেছে। রুবেল এবং কবিরের হাত, পা ও পেট পুড়ে গেছে। আর নিলু মোল্লার পা সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওডি/কেএসআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড