• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই পেট্রোবাংলা ভবনে

  নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর ২০১৯, ১১:২১
পেট্রোবাংলা ভবন (ছবি : সংগৃহীত)
পেট্রোবাংলা ভবন (ছবি : সংগৃহীত)

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্মণ জানান, ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেবাশীষ বর্মণ জানান, এত বড় এবং গুরুত্বপূর্ণ একটি ভবনে অগ্নি নির্বাপণের জন্য কোনো ব্যবস্থা ছিল না। আগুনের তীব্রতা বড় হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।

এর আগে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে পেট্রোবাংলার জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ভবনের ১৪ তলায় সিলেট গ্যাস ফিল্ডের লিয়াজো অফিস থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ওডি/কেএসআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড