• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ 

  অধিকার ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ০৯:৩০
গ্যাস
গ্যাস (ছবি : সংগৃহীত)

গ্যাসের পাইপলাইনের সংস্কার কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

বুধবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞাপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই তথ্য জানায়।

যাত্রাবাড়ী থেকে কদমতলী এলাকায় আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-খুলনা (এন-৮) মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় পোস্তগোলা ফায়ার সার্ভিস এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের সঙ্গে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন (সংযুক্ত করা) করা হবে। এই কাজের জন্য ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এজন্য যাত্রাবাড়ীর দক্ষিণ পাশের রাস্তা, জিয়া সরণি, শনির আখড়া, ধোলাইপাড়, মীর হাজীর বাগ, একে স্কুল রোড, পাটেরবাগ, তিতাস রোড, বিক্রমপুর প্লাজা, শ্যামপুর থানার পূর্বপাশের রাস্তা, আলমবাগ, কদমতলী এবং এর আশপাশের এলাকায় শিল্প, ক্যাপিটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড