• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘পটেটো রুবেল’ অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার

  অধিকার ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ১৪:৩৭
পটেটো রুবেল
ছবি : সংগৃহীত

রাজধানীর দারুস সালাম থানার কলোনিপাড়া থেকে হত্যা ও চাঁদাবাজির অভিযোগে ৩০ মামলার পলাতক আসামি রুবেল হোসেন ওরফে ‘পটেটো রুবেল’-কে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

সোমবার (১৮ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে দারুস সালাম থানা এলাকার কলোনিপাড়ায় অভিযান পরিচালনা করে রুবেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, এক রাউন্ড রাবার বুলেট এবং ১৫শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সাজেদুল ইসলাম সজল জানান, রুবেল র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানান যে, তিনি দীর্ঘদিন ধরে ঢাকা ছাড়াও অন্যান্য জেলায় অস্ত্র ও মাদক কারবার এবং চাঁদাবাজি করে আসছিলেন।

আরও পড়ুন : ‘গুঞ্জন’ থাকলেও এখনই পদত্যাগ করছেন না বিএনপি নেতারা

তার বিরুদ্ধে ঢাকাসহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, রাহাজানি, বিস্ফোরক, চাঁদাবাজি এবং মাদকসহ বিভিন্ন অপরাধের ৩০টি মামলা রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড