• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাকরির জন্য স্বামীকে ঢাকায় এনে বিধবা হলেন রেশমা

  নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০১৯, ২২:১৩
রেশমা আক্তার
নিহত ওমর ফারুকের স্ত্রী রেশমা আক্তার (ছবি : সংগৃহীত)

চাকরির ইন্টারভিউ দিতে রাজধানীতে এসেছিলেন রেশমা আক্তার। সঙ্গে এনেছিনে তার স্বামী ওমর ফারুককে (৩৪)। কিন্তু লিফট দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে মহাখালীর একটি আবাসিক হোটেলে লিফটের দরজায় চাপা পড়ে তিনি মারা যান।

নিহত ফারুক চট্টগ্রামে একটি বেসরকারি কোম্পানি বিএম এনার্জি লিমিটেডের জোনাল ম্যানেজার। তার গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মাদপুরের মৌশা গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রামে থাকতেন।

জানা যায়, রবিবার দুপুর দুইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহত ওমর ফারুকের লাশ হাসপাতালের ঢামেকের মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবারের বরাতে তিনি জানান, সোমবার (১৮ নভেম্বর) ঢাকায় ফারুকের স্ত্রীর চাকরির ইন্টারভিউ আছে। এজন্য তিনি স্ত্রীর সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। তারা মহাখালীতে একটি আবাসিক হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। ফারুক সেখানে লিফটের দরজায় চাপা পড়েন।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড