• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজের ভাতা ২০ মুক্তিযোদ্ধাকে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০১৯, ২২:৩২
স্বরাষ্ট্রমন্ত্রী
২০ জন মুক্তিযোদ্ধার হাতে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী (ছবি : সংগৃহীত)

নিজের সঞ্চিত মুক্তিযোদ্ধা ভাতা দরিদ্র ২০ মুক্তিযোদ্ধাকে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে সরকারি বাসভবনে তিনি তাদের হাতে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন।

জানা যায়, আসাদুজ্জামান খান কামাল শুরু থেকেই তার মুক্তিযোদ্ধা ভাতা সঞ্চয় করে নির্দিষ্ট সময় পরপর তা দরিদ্র মুক্তিযোদ্ধাদের দেন।

ভাতা বিতরণের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসতে যে বার্তা দিয়েছেন তা বাস্তবায়ন করা দরকার। তাহলে দরিদ্র মুক্তিযোদ্ধাদের কিছুটা হলেও সহায়তা করা হবে। এ লক্ষ্যে আমি সব সামর্থ্যবান মুক্তযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সচ্ছল মুক্তিযোদ্ধাদের পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো উচিত। দেশে বহু সচ্ছল মুক্তিযোদ্ধা দরিদ্র মুক্তিযোদ্ধাদের সহায়তা করে থাকেন। তারা যেন আরও সহায়তায় এগিয়ে আসেন এটা সবাই চাই।

একাত্তরে মহান স্বাধীনতাযুদ্ধে দুই নম্বর সেক্টরে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড