• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন, পুড়ে গেছে এসি-কম্পিউটার

  অধিকার ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ০০:৪২
আগুন
প্রতীকী ছবি

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচতলায় বাজেট শাখায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার পরে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে রাত ১০টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কামরুল ইসলাম বলেন, আগুনের কারণ ও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে ফায়ার সার্ভিসকর্মীরা কাজ করছেন।

এ দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট শাখার ওই কক্ষের এসি, কম্পিউটার এবং প্রিন্টার পুড়ে যাওয়া ছাড়াও কিছু আসবাবপত্র পুড়ে গেছে বলে তারা নিশ্চিত হয়েছেন। তবে রুমটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল, তা মোটামুটি অক্ষত আছে বলে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল প্রতিনিধিরা মন্ত্রণালয়কে নিশ্চিত করেছেন। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ওডি/ এফইউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড