• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কামরাঙ্গীরচরে নুডুলস তৈরির কারখানাকে অর্থদণ্ড

  মনিরুল ইসলাম মনি

১৩ নভেম্বর ২০১৯, ১৪:২৫
কণিকা ফুড প্রোডাক্টস কারখানা
কণিকা ফুড প্রোডাক্টস কারখানা (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর কামরাঙ্গীরচরের হাসাননগর এলাকায় একটি নুডুলস তৈরির কারখানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন বলেন, ‘বিএসটিআইয়ের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তা নবায়ন করা হয়নি। লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয়।’

এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সময় কণিকা ফুড প্রোডাক্টস কারখানার ম্যানেজার এইচ. এম কবির ও মেশিন অপারেটর আশরাফুলকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে কারখানাটি নুডুলসের হলেও এখানে চুইংগামও তৈরি করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া নুডুলস উৎপাদন বন্ধ করার আদেশ দেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড