• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও ১ শিশুর মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০১৯, ১৫:০৯
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত মিজানুর রহমান মিজান (৬) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রূপনগরের ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল আটজনে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে মারা যায় সে।

ওই ঘটনায় নিহত অন্য সাত শিশু হলো- ফারজানা (৭), নূপুর (১১), রুবেল (১০), রমজান (৮), শাহিন (৯), রিয়া মনি (১০) ও নিহাদ (৮)।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই ঘটনার পরপরই শিশু মিজান আহত হয়। ঢামেক হাসপাতালে অস্ত্রপচারের পর সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে মারা যায় সে। ওই ঘটনায় আহত শিশুসহ বর্তমানে ঢামেক হাসপাতালে তিনজন চিকিৎসাধীন বলেও জানান তিনি।

নিহত শিশু মিজানের বাবার নাম মো. রোকন মিয়া। তিনি স্কুলভ্যানচালক। তার দুই ছেলের মধ্যে মিজান ছিল বড়। পরিবার নিয়ে রূপনগরের মজিবরের বস্তিতে থাকেন তিনি। মিজান স্থানীয় প্রতিভা স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। ঘটনার দিন বিকেলে কোচিং সেন্টার থেকে ফেরার সময় বিস্ফোরণে আহত হয় সে। এরপর ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড