• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুলবুলের প্রভাবে দিনব্যাপী বৃষ্টি হবে রাজধানীতে

  নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০১৯, ০৯:৫৩
বৃষ্টি
রাজধানীসহ সারাদেশে দিনভর বৃষ্টিপাত অব্যাহত থাকবে। (ছবি : সংগৃহীত)

বুলবুলের প্রভাবে রাজধানীতে ভোরবেলা থেকে বৃষ্টিপাত হচ্ছে। পরিমাণ খুব বেশি না হলেও দিনভর রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিকেল নাগাদ আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করছে। গতকাল সন্ধ্যায় সুন্দরবন দিয়ে দেশের উপকূলে আঘাত হানে বুলবুল। খুলনা উপকূল থেকে অগ্রসর হয়ে বরিশাল উপকূলের দিকে বরিশাল হয়ে বরগুনা, পিরোজপুরের দিকে এগুচ্ছে বুলবুল।

বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটার। ধেয়ে আসার গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ৮ কিলোমিটার। এটি ভোর ৫টায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় আঘাত হানে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলার লালমোহন ও চরফ্যাশনে ১৫টি ঘরবাড়ি বিধ্বস্ত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রাজধানীসহ সারাদেশে দিনভর বৃষ্টিপাত হবে।

ভোর থেকে বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি খুবই কম। অধিকাংশ রাস্তাঘাট ফাঁকা।

তাছাড়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় ও বৃষ্টিপাতের কারণে নগরবাসী ঘর থেকে বের হননি। নগরীর বিভিন্ন সড়কে হাতেগোনা রিকশা, বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা যায়।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড