• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু

  অধিকার ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১৪:৫৭
শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর নয়াপল্টনে প্রেস মেশিনের আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মামুন (২২)।

শনিবার (৯ নভেম্বর) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মামুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে নিহত মামুনের সহকর্মী সিদ্দিকুর রহমান জানান, মামুন নয়াপল্টনের মসজিদ গলি এলাকায় অবস্থিত প্রিন্টেস লিমিটেডের মেশিনম্যান হিসেবে কাজ করত। অফিসে কাজ করার সময়েই হঠাৎ দুর্ঘটনায় মামুনের মাথায় প্রিন্টিং প্রেস মেশিনের আঘাত লাগে। এতে তার মাথা থেঁতলে যায়। পরে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মামুন ফকিরাপুল এলাকায় থাকতেন। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায় বলেও জানান সিদ্দিকুর রহমান।

ঘটনার সতত্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান। তিনি জানান, নিহতের মরদেহ ময়না তদন্ত করার জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড