• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফুটপাতে পুলিশের গাড়ি, আহত ৩

  মনিরুল ইসলাম মনি

০৮ নভেম্বর ২০১৯, ১০:৫৬
সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনা কবলিত পুলিশের গাড়ি। (ছবি : দৈনিক অধিকার)

ল্যাম্পপোস্টের পিলারের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকার লেক রোডে এ দুর্ঘটনা ঘটে।

ওই সংঘর্ষে আহতরা হলেন- রামপুরা থানার ওসি (তদন্ত) মাসুদ পারভেজ, গাড়িচালক মহসিন এবং আকিদুল ইসলাম নামে একজন আনসার সদস্য।

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, ‘সংঘর্ষে পতিত গাড়িটি রামপুরা থানার। যেটা ওসি (তদন্ত) মাসুদ পারভেজ ব্যবহার করতেন। গাড়ির চালক তদন্ত কর্মকর্তাকে নিয়ে চন্দ্রিমা উদ্যানের লেক রোড দিয়ে যাওয়ার সময় সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে পড়ে। সেটিকে বাঁচাতে গিয়ে গাড়ি ফুটপাতে উঠে গিয়ে একটি পিলারের সঙ্গে ধাক্কা দেয়।’

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বলেন, ‘আমাদের একটা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। তাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি এখানে আছি।’

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের দিক থেকে আসা বিজয়স্মরণীর মোড়ের আগে পুলিশের কালো রঙের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা পুলিশের দুই সদস্যসহ তিনজন আহত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড