• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই নারীর লড়াইয়ে জমে উঠেছে লোকসভা নির্বাচন

  আন্তর্জাতিক ডেস্ক

২২ এপ্রিল ২০১৯, ১৮:৩৫
লোকসভা নির্বাচন
দুই নারীর প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে লোকসভা নির্বাচন; (ছবি : সংগৃহীত)

ভারতের লোকসভা নির্বাচনের মূল আকর্ষণ এখন আসামের গুয়াহাটি আসনে। উত্তর-পূর্ব ভারতে আসামের চারটি আসন ও ত্রিপুরার একটি আসনে শেষ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৩ এপ্রিল)। তবে সবার চোখ এখন আসামের গুয়াহাটি আসনের নির্বাচনের দিকে কারণ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি ও কংগ্রেসের দুই নারী প্রার্থী।

কংগ্রেসের হয়ে মনোনয়ন পেয়েছে ববিতা শর্মা ও বিজেপির হয়ে লড়ছেন কুইন ওঝা। এই আসনে দুই প্রার্থীই জয়ের আশাবাদী। ২০১৪ সালের নির্বাচনে প্রায় তিন লাখেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিজয়া চক্রবর্তী। তবে এর আগে এমন নজির কংগ্রেসেরও রয়েছে।

ত্রিপুরার পূর্ব ত্রিপুরা আসনে ১৮ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় তা পিছিয়ে ২৩ এপ্রিল করা হয়। তবে তৃতীয় ও শেষ দফার ভোট গ্রহণে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আসামে মোতায়েন করা হয়েছে ২০০ কোম্পানি আধা সেনা। ত্রিপুরায় ভোটের কাজে নিযুক্ত নয় হাজারেরও বেশি অতিরিক্ত আধা সেনা। পুলিশি বন্দোবস্ত দেখতে আসামে তিনজন এবং ত্রিপুরায় চারজন পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে।

নির্বাচন কমিশনের তরফ থেকে নির্ভয়ে ভোটদানের জন্য ভোটারদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে।

ওড/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড