• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বই আলোচনা

শিমুল মাহমুদের কাব্যগ্রন্থ যেন জীবন সম্পর্কে ঝরঝরে উপলব্ধির নাম

  তানিয়া হাসান

০২ মার্চ ২০২০, ১০:১৮
প্রচ্ছদ
প্রচ্ছদ : কাব্যগ্রন্থ ‘দেশভাগ হইলো এক ফালি নকশাদার লাল তরমুজ’

শিমুল মাহমুদ আশির দশকের একজন শক্তিশালী লেখক। সৌভাগ্যক্রমে তার ‘দেশভাগ হইলো এক ফালি নকশাদার লাল তরমুজ’ বইটির প্রথম কপি আমার সংগ্রহে। বইয়ের প্রতিটি কবিতাই বারবার পড়তে হয়েছে, লেখার ভাঁজে ভাঁজে স্বর্গীয় নেশা, যা এক দণ্ড চোখ ফেরানোর সুযোগ দেয়নি, কবিতার দর্পণে নিজেকে হারিয়ে খুঁজে, নতুন করে চিনেছি।

হাসি, কান্না, মুগ্ধ, মায়াকে টেবিলের নিচে রেখে তার কবিতা বর্ণে বর্ণে ঝংকার তোলে মস্তিষ্কে, কবির লেখা প্রতিটি শব্দ ঘায়েল করে তৃষার্ত মনকে। জীবন সম্পর্কে এমন ঝরঝরে উপলব্ধি ভাবনাতিত। আধ্যাত্মিক ভাবনার প্রকাশ। কবির আত্মার রঙ তার মতো করে কেউ ছুঁয়েছে কি না আমার অজানা।

ভরসা, ভালোবাসা, সমাজনীতি, রাজনীতি, দর্শন, বচন ও জীবনের যৌথ-যাপন একই ফ্রেমে বন্দী করেছেন কবি নিপুণ কৌশলে। দীর্ঘ কবিতা নিয়ে কবি যে শৈল্পিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সে সম্পর্কে বলার দুঃসাহস আমার নেই। শিমুল মাহমুদের মতো বিজ্ঞজনের বই নিয়ে কিছু বলার যোগ্যতা আমার আছে বলে মনে করি না। শুধু ভালো লাগার প্রকাশ করলাম মাত্র। এই বইয়ের সবগুলো লেখাই হৃদয় ছোঁয়া। তারপরও যে কথাগুলো বারবার জপি.....

‘তুমি যখন কবিতা পড়ছিলে তখন আমি ঈশ্বরীর শ্বাস গ্রহণের স্পর্শ পাচ্ছিলাম। কবিতা হলো ঈশ্বরীর শ্বাস, জৈবিক ঘ্রাণ’

অন্যান্য শক্তি কবির লেখা প্রতিটি শব্দে লুকিয়ে আছে-

‘বিষাদ একটি রংধনুর নাম যা নিয়ে আমরা কবিতা লেখি’

কবির আত্মার রঙ তার মতো করে কেউ ছুঁয়েছে কি না আমার অজানা-

‘কবি এমন এক প্রাণী যে কিনা স্বর্গে যেতে ইচ্ছুক অথচ,সাথে করে নিয়ে যায় দোজখের আজাব’

জীবন সম্পর্কে এমন ঝরঝরে উপলব্ধি ভাবনাতিত-

‘এক থলে অধিকারের চেয়ে একমুষ্টি ক্ষমতা অনেক বেশি মূল্যবান'। যে সত্যি সত্যি বাঁচতে চায় তার উচিত নিজের বাসনা-কামনাকে পরিপূর্ণ বিকাশের সুযোগ করে দেওয়া’

বইয়ের প্রতিটি বাক্যে শিহরণ জাগানোর মতো আপনারে চেনার দর্পণ তুলবে-

‘বচন অর্থ, ‘আপনি’। 'আপনি' হইলেন বস্তু। আর বস্তু হইতেই অস্তি; যাহাকে বলা হয় ‘আহম’। আহম হইতেই সজ্ঞার সূচনা আমরা সংজ্ঞাচালিত বস্তু বৈ অতিরিক্ত কিছু নই’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড