• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : হারিয়ে যাব

  নাসিম আহমদ লস্কর

১৯ অক্টোবর ২০১৯, ১৮:৫২
কবিতা
ছবি : প্রতীকী

তোমাদের দেখে দেখে একদিন হারিয়ে যাবো পৃথিবীর সমস্ত জৌলুস আমার থেকে মুখ ফিরিয়ে নেবে; অনন্তের আহ্বানে সবুজের পৃথিবী আমায় বিদায় জানাবে ক্রমে ক্রমে গিলে ফেলার শুদ্ধচেষ্টা চালাবে। সভ্যতার সোনালি রোদে নিরাই বালক রোদ পোহাবে রাখালের বাঁশি ক্লান্তদুপুরে নির্জীব আকাশের নিচে পড়ে থাকবে তরুণীর সোনালি নূপুর প্রেমের আরতি জানাবে।

গোধূলি লগনে হাঁসের দল কুঁড়েনীড়ে ফিরবে বিরাম প্রহরে কাকেরাও ফিরতে আকুল হবে। দিনান্তের ক্লান্তি শেষে আরজু-রাজুরাও ঘর পিয়াসী হয়ে ফিরবে ঘরে।

দুচোখ নিভে যাবে সবার। নিশি দেবতার কোলে সমর্পিত হবে সকলে। অলিতে গলিতে প্রাসাদে কলোনিতে নেমে আসবে নীরবের ঘোর।

নীরবের পরিভ্রমণ পালায় কোলাহল আবার ফিরবে। পৃথিবীর বুক জেগে উঠবে আবার। নীরব প্রভাতে, সরব দুপুরে, বিষণ্ণ বিকেলে ধুলাবালিও হেঁটে বেড়াবে অনন্ত কালের রথে। কেবল আমি হারিয়ে যাব অনন্তলোকে অন্ধকার এক নিরাই গর্তে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড