• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা

এক লহমা আলোকবিন্দু

  আবু জুনাঈদ

১৭ অক্টোবর ২০১৯, ১৪:৪৪
কবিতা
ছবি : প্রতীকী

পৃথিবীর সব আলো নিভে গেলে

কোথাও ভস্ম ফেড়ে এক লহমা

আলোকবিন্দু জেগে উঠলেও পৃথিবীর পুনর্জন্ম হয়—

অজস্র হায়েনার চোখ রক্তের নেশায়

লাল হয়ে গেলে

দিকেদিকে বনিআদমেরা

যেন বা মাতৃগর্ভে আশ্রিত হয়—

পৃথিবীর তামাম শব্দকে জড়ো করে

কোথাও একটি কণ্ঠ হেঁকে যায়

জীবনের জয়গান

পৃথিবীর তামাম হাতুড়ি ও আগুনমুখো

শুয়োরেরা তেড়ে এলেও

কণ্ঠে তার বেজে ওঠে অবিশ্রান্ত

স্লোগান; উদগ্র টাইফুন...

সন্তান হারানোর বেদনায়

ভাই হারানোর বিমূঢ়তায়

জড়াজড়ি করে

কোথাও কেঁদে কেঁদে ফেরে মা ও বোন—

অসহায় বাবারা

রাস্তায় রাস্তায় ইতস্তত খুঁজে ফেরে কোথায় মাণিক আহা বাছাধন!

সম্মানিত কুকুর সাধারণের সম্মানে

রাজপ্রাসাদে আয়োজিত হয় এক জমকালো

নৈশভোজ—

অজস্র শকুনের শ্বাসাঘাতে

এই মৃত্যুপুরীতে

তবুও প্রতি ভোরে একটি করে নিঃসঙ্গ ফুল ফোটে—

পৃথিবীর মানুষেরা নিশ্বাস ফেলবার ভয়ে

দম বন্ধ করে নিজেকেই খুন করে বসে

একটি মানুষ একা

তখনও আঙুল উঁচিয়ে কথা ক’য়ে ওঠে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড