• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : প্রকৃতির বিদ্রোহ

  মো. নূরুল হক

১৩ অক্টোবর ২০১৯, ১৪:৪১
কবিতা
ছবি : প্রতীকী

ত্রস্তা ধরণীর বক্ষে এঁকে দিই দেখি না আমার চক্ষে কিবা কলঙ্ক- মানব যদি অধমে পরিণত হয় কর্ম যদি অধম- পশুতে সমান।

ধ্বংস কেবল চারদিকে তবু চক্ষু মোদিয়া নগ্ন উল্লাস- কে কতটুকু অগ্রগামী প্রতিযোগিতা কেবল পশ্চাৎপদতায়।

হানাহানি, দ্বন্দ্ব- সংঘাত নিত্য নতুন আবির্ভাব- ধরনে, শ্রেণিতে শতরূপ মানব সভ্যতার উর্বর বর্বরতা।

প্রকৃতি - প্রতিবেশ নীরবে কাঁদে মাঝেমাঝে বিদ্রোহী - অদৃশ্য সৈনিক বেশে আঘাত করে অসহায় মানবজাতি চেয়ে দেখে।

অন্তরীক্ষ - পাতালপুরে কিংবা মহাকাশে মানবের অত্যাচার যখন তা সীমা ছাড়িয়ে যায়- ছন্দ হারায় সৃষ্টির ভারসাম্য।

মানব- দানব মিলে যেখানে মিথষ্ক্রিয়া বটে, দাপট কেবল উপচে পড়ে; ভূমিকা সদা সরব- সবুজ পৃথিবীর গায়ে আগুন।

প্রকৃতির প্রতি অবহেলা- অত্যাচার কৃত্রিমতার রাতদিন আবিষ্কার ছাড়িয়ে যায় নিজ ঠিকানা ভিত্তিহীন নড়বড়ে আস্তানা মাঝেমাঝে তাই ভুলে সব মোহ প্রকৃতি প্রকাশ করে চরম বিদ্রোহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড