• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজকের কবিতা

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহের ‘ইচ্ছের দরোজায়’

  সাহিত্য ডেস্ক

১৩ অক্টোবর ২০১৯, ১২:২৫
কবিতা
ছবি : স্পর্শী মৃত্তিকা

সব কথা হয়ে গেলে শেষ শব্দের প্লাবনে একা জেগে রবো নির্জন ঢেউ, ভেসে ভেসে জড়াবো নিজেকে। শরীরের সকল নগ্নতায় আমি খেলা কোরে যাবো, তীর ভেবে ভেঙে পড়বো আমার যৌবনে।

কথা কি শেষ হয়ে যায়--সব কথা? নাকি বুকের ভেতরে সব অসমাপ্ত ইচ্ছের মতো দ্বিধাগ্রস্ত জেগে থাকে বুকে নিয়ে বিনিদ্র রাত, জেগে জেগে নিজেকে দ্যাখে ভীষন উৎসাহে?

সব কথা শেষ হলে দরোজায় করাঘাত রেখে যাবো, উৎকন্ঠার ধ্বনিরা বিলিন হবে ইথারের স্বাস্থ্যে-- দ্যাখা হবে না।

শিথানের জানালা খুলে রেখে যাবো একটি চোখ, শিশির চুমু খাবে চোখের উত্তাপে--চুমু খাবে। জানালায় রেখে যাবো একটি বিনিদ্র চোখ, যে-চোখ আকাশ দ্যাখে,মানুষের স্বভাব দ্যাখে, যে-চোখ স্বাতির মগ্নতা দেখে প্রেমাদ্র বুকে অনুভব জ্বেলে রাখে অশেষ বাসনা।

সব কথা শেষ হলে ফিরে যাবো, একটি চোখ রেখে যাবো শিথানের জানালায়। সব কথা শেষ হলে করাঘাত জাগাবে তোমায়, তুমি এসে খুলবে দুয়োর--দ্যাখা হবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড