• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : ভালোবাসা জীবনের অবলম্বন

  কাজী জুবেরী মোস্তাক

০৮ অক্টোবর ২০১৯, ১৮:৩৩
কবিতা
ছবি : প্রতীকী

ভালোবাসা হলো সবচেয়ে রোমাঞ্চকর একটা যাত্রা সূর্যোদয়ের প্রণয়ী চুম্বনে শুরু হয় নতুন দিনের যাত্রা, ভালোবাসা তো এ পৃথিবীতে সবচেয়ে সংবেদনশীল ভালোবাসায় থাকা অভিজ্ঞতাই একে করে যত্নশীল।

ভালোবাসা তো হলো আনন্দ ও দুঃখের যৌথ ফসল ভালোবাসায় থাকে হাসি অশ্রুধারার যৌথ ফলাফল, ভালোবাসায় দুটি আত্মা হয়ে যায় একত্মার সামিল এখানে থাকেনা কোন দ্বিধা-দ্বন্দ্ব আর মতের অমিল।

ভালোবাসাতে থাকেনা কোনই একাকীত্বে অনুভূতি এখানে থাকে শুধুই ভালোবাসা আর সুখময় স্মৃতি, ভালোবাসা ঝড়ে যাওয়া বৃষ্টি ফোঁটার মতো পবিত্র ভালোবাসা গোলাপ পাপড়ির চেয়ে মারাত্মক অস্ত্র।

ভালোবাসা তো হলো প্রতিদিনেরই গৌরবময় ভ্রমণ কখনো ময়লা রাস্তায় কখনো রিক্সায় সময় ক্ষেপন , ভালোবাসাময় স্পর্শতে থাকে অপরিমেয় উদারতা থাকে তৃষ্ণার্তের শিরায় উপশিরায় ভ্রমণের ক্ষমতা।

মধ্যরাতে ভালোবাসার মিলনে আগামী খেলে যায় ভোরের সূর্য ওঠার পূর্বে তাই অঙ্গগুলো নিদ্রা যায়, ভালোবাসা তো কোমল তুলার মতোই স্পর্শ কাতর ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি গ্রামাঞ্চল ও শহর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড