• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : জন্মান্তরের বাঁধন

  জাকিয়া আক্তার মিম

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০১
কবিতা
ছবি : প্রতীকী

কি ভেবেছো তুমি ভুলে যাবে আমায়? কখনো পারবে না, এত সহজে কী ভোলা যায়? কোনো কালে কোনো ক্ষণে আমায় সত্যিই ভুলতে পারবে? মস্তিষ্ক কি পুরনো স্মৃতিগুলো মুহূর্তে মুছে দিবে? হাজারো ব্যস্ততায় কেটে যাবে তোমার দিন দিন শেষে তন্দ্রাচ্ছন্ন রাতে স্বপ্ন হয়ে আসবো আমি তোমার স্মৃতিপটে থাকবো আজীবন অমলিন। প্রতিদিন না মনে পড়ুক অন্তত সপ্তাহে একদিন নয়তো মাসে একদিন কিংবা বছরে একদিন আমাকে তোমার মনে পড়বেই, পড়তে হবেই আমার ভাবনা জুড়ে যতদিন তুমি থাকবে ততদিন তোমার আমাকে মনে পড়তে হবেই! যদি তাতে মনে না পড়ে তবে- তোমার জীবন নামক উপন্যাসের ধুলো মুছার সময় আমাকে তোমার নিশ্চয়ই মনে পড়বে। দিন, মাস, বছর বা বছরের পর বছর কেটে যাবে তবুও একদিন আমাকে মনে পড়বে, মনে পড়তে বাধ্য।

সেদিন আমায় খুঁজবে যেমনটা এখন তোমাকে মনে পড়লে তোমার অস্তিত্ব খুঁজি বাস্তবে এবং ভার্চুয়ালের পাতায় ঠিক তেমনি একদিন ইনবক্সের হাজারো টেক্সটের ভিড়ে আমার টেক্সট খুঁজবে, খুঁজতে যে তোমার হবেই কিন্তু হায়! পাবে না খুঁজে তবু খুঁজতেই থাকবে। তোমার জীবনের প্রতিটা দিন তোমাকে আগলে রাখতাম কারণে অকারণে আদর-শাসনে ভরিয়ে দিতাম দুষ্টু-মিষ্টি পাগলামি, খুনসুটিতে হুট করেই বলতাম- ভালোবাসি। সময়ের স্রোতে বেখেয়ালি অবহেলায় বেড়ে গেছে দূরত্ব দূরত্ব বাড়ার সাথে সাথে সব হারিয়ে গেলেও হৃদয়ে স্পন্দন হয়ে গেঁথে আছে কিছু স্মৃতি। অন্ধকারের আকাশে উড়তে থাকা ফানুশের মতো তোমার হৃদয়ে আমার কথাগুলো জ্বলজ্বল করবে! মৃত্যু অবধি আমায় আর ভুলতে পারবে না তুমি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড